বেতন বাড়ছে প্রাথমিকের শিক্ষকদের


এডু ডেইলি ২৪ প্রকাশ: নভেম্বর ২৮, ২০১৩, ১১:০৪ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১২ অপরাহ্ন / ২৭
বেতন বাড়ছে প্রাথমিকের শিক্ষকদের

বুধবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন সংক্রান্ত নথির চূড়ান্ত অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই নথিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষকের বেতন বাড়ানোর কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শিগগিরই শিক্ষকদের নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, নতুন বেতন স্কেল অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বেতন স্কেল ৫৫০০ টাকার থেকে বেড়ে হবে ৬৪০০ টাকা। প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা ৫২০০ টাকার বদলে পাবেন ৫৯০০ টাকার স্কেল। প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল ৪৯০০ টাকার বদলে হবে ৫২০০ টাকা এবং প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকরা ৪৭০০ টাকা স্কেলের বদলে পাবেন ৪৯০০ টাকার স্কেল।
উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন দাবিতে অনেক দিন ধরে আন্দোলন করে আসছিল। তাদের দাবির মধ্যে ছিল, প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা, সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের একধাপ নিচের বেতন স্কেল নির্ধারণ এবং প্রধান শিক্ষক পদে পদোন্নতির জটিলতা নিরসন। আন্দোলনের এক পর্যায়ে সরকারের আশ্বাসে কর্মসূচি স্থগিত রাখে শিক্ষকরা।

Rate this post