ভর্তি তথ্য

বেসরকারি বিদ্যালয়ে ভর্তি ২০২২ ফলাফল – ১ম-৯ম শ্রেণি

বেসরকারি বিদ্যালয়ে ভর্তি ২০২২ ফলাফল ( ভর্তির লটারির ফলাফল ) ১৯ ডিসেম্বর ২০২১ বিকালে প্রকাশিত হয়। ২০২২ শিক্ষাবর্ষে দেশের প্রাইভেট বা বেসরকারি স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তির লটারির ফলাফল অনলাইনে পাওয়া যাবে।

ঢাকা মহানগর ও জেলা পর্যায়ের ২,৯০৭টি বেসরকারি স্কুলের ৯ লাখ ৪০ হাজার আসনে ভর্তির জন্য ৩ লাখ ৬৮ হাজার শিক্ষার্থী আবেদন করেছে বলে জানা গেছে। তাদের অনেকে একাধিক আবেদন করায় মোট আবেদন সংখ্যা দাঁড়ায় ৭ লাখ ১৪ হাজার ৮২১টি। মোট আসনের বিপরীতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর সংখ্যা এক-তৃতীয়াংশ।

২০২২ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলগুলোয় ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য ২ লাখ ৭৬ হাজার ৬৪১ জন শিক্ষার্থীকে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।

বেসরকারি স্কুল ভর্তি ২০২২ ফলাফল gsa.teletalk.com.bd ওয়েবসাইটে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ ডিসেম্বর ২০২১ তারিখ বিকাল ৩টায় লটারির মাধ্যমে ভর্তির ফলাফল প্রকাশের পর থেকে http://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে শিক্ষার্থীদের আইডি দিয়ে ফলাফল জানা যাবে।

স্কুলের ধরন :বেসরকারি স্কুল
ভর্তি লটারির ফলাফল :১৯ ডিসেম্বর ২০২১, বিকাল ৩টা
শ্রেণি :১ম থেকে ৯ম শ্রেণি
শিক্ষাবর্ষ :২০২২ শিক্ষাবর্ষ
মোট স্কুলের সংখ্যা : ২,৯০৭টি
মোট আসন সংখ্যা : ৯ লাখ ৪০ হাজার সিট
আবেদন করেছে : ৩ লাখ ৬৮ হাজার জন
ভর্তি লটারির রেজাল্টের লিংক :https://gsa.teletalk.com.bd

বেসরকারি স্কুলে ভর্তির লটারির রেজাল্ট ২০২২ অনলাইনে যেভাবে

দেশের বেসরকারি স্কুলগুলোতে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি লটারির রেজাল্ট পাওয়া যাচ্ছে এসব লিংকে :

★ শিক্ষার্থীর নিজ নিজ User ID এর মাধ্যমে ভর্তি ফলাফল (লটারি) যাচাইয়ের লিংক : http://gsaext.teletalk.com.bd/gov-non/student/result-merit/
★ অপেক্ষমান তালিকা (waiting list-1) : http://gsaext.teletalk.com.bd/gov-non/student/result-waiting-1/

১ম থেকে ৯ম শ্রেণিতে বেসরকারি স্কুল ভর্তি ফলাফল ২০২২ প্রকাশের বিজ্ঞপ্তি

non government school admission result 2022
Non-government school admission result 2022 – lottery result

বেসরকারি বিদ্যালয়ে ভর্তির তারিখ

লটারির মাধ্যমে নির্বাচিত (মেরিট লিস্ট) শিক্ষার্থীদের বেসরকারি স্কুলে ভর্তি হতে হবে ২১ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে। অপেক্ষমান তালিকার (ওয়েটিং লিস্ট) থেকে শিক্ষার্থীদের বেসরকারি স্কুলে ভর্তি হতে হবে ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে।

রাজধানী ঢাকার বেসরকারি স্কুলগুলোর মধ্যে অন্যতম

বেসরকারি স্কুলের তালিকাওয়েবসাইট
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ https://www.vnsc.edu.bd
মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ https://iscm.edu.bd
রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ https://rajukcollege.net/
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর (মিরপুর সড়ক)http://www.drmc.edu.bd
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, পিলখানাhttps://www.noormohammadcollege.ac.bd
আদমজী ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা ক্যান্টনমেন্টhttps://www.acps.edu.bd/
বিএএফ শাহীন কলেজ, ঢাকা (জাহাঙ্গীর গেইট) https://www.bafsd.edu.bd/
বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা https://bafsk.edu.bd/
মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চমাধ্যমিক স্কুল এন্ড কলেজ https://mpsc.edu.bd/
সামসুল হক খান স্কুল এন্ড কলেজ http://www.shksc.edu.bd/
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ https://www.milestonecollege.com/

বেসরকারি বিদ্যালয়ে ভর্তি লটারির ফলাফল উদ্বোধন অনুষ্ঠানে যা বললেন শিক্ষামন্ত্রী [ Video ]

Rate this post

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button