বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈধ ক্যাম্পাস তালিকা প্রকাশ করেছে ইউজিসি


এডু ডেইলি ২৪ প্রকাশ: আগস্ট ২৬, ২০১২, ৬:০৫ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৬ অপরাহ্ন / ১০৯
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈধ ক্যাম্পাস তালিকা প্রকাশ করেছে ইউজিসি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সরকার অনুমোদিত ৫২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈধ ক্যাম্পাস তালিকা প্রকাশ করেছে। কিছু বিশ্ববিদ্যালয় অননুমোদিত আউটার ক্যাম্পাস চালু করে অবৈধভাবে ভর্তি ও শিক্ষা কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়ার পর ইউজিসি এ তালিকা প্রকাশ করলো। ‘গণ বিজ্ঞপ্তি’র মাধ্যমে প্রকাশিত তালিকায় অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলোর বৈধ ক্যাম্পাসের ঠিকানাও উল্লেখ  করা হয়েছে। বিস্তারিত দেখুন এই বিজ্ঞপ্তিতে-
https://www.dropbox.com/s/5myj4rnn0dvz1s6/ugc_private-universities-legal-campus.jpg?dl=0

Rate this post