বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। আজ (রবিবার) এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় এ ফি নির্ধারণ করে।
বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ইচ্ছামতো বাড়তি ফি নেওয়া ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ ৯০ হাজার টাকা। আর ইন্টার্ন ফি ১ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া পাঁচ বছরে মোট টিউশন ফি বাবদ ৪ লাখ ৮০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না।