ব্যাংকার্স সিলেকশন কমিটির সমন্বিত নিয়োগ পরীক্ষার কেন্দ্র তালিকা


এডু ডেইলি ২৪ প্রকাশ: মে ৫, ২০১৯, ৩:২৯ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৩ অপরাহ্ন /
ব্যাংকার্স সিলেকশন কমিটির সমন্বিত নিয়োগ পরীক্ষার কেন্দ্র তালিকা

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত নিয়োগ পরীক্ষার (এমসিকিউ) সূচি ও কেন্দ্র তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫৪টি কেন্দ্রে ১০ মে ২০১৯ তারিখ সকাল ১০.৩০টা থেকে ১১.৩০টা পর্যন্ত।

বাছাই পরীক্ষা পর্যায়ক্রমে হবে ৩ ধাপে- এমসিকিউ (১০০ নম্বর), লিখিত (২০০ নম্বর), মৌখিক (২৫ নম্বর)। যারা এমসিকিউ পরীক্ষায় পাশ করবে তারাই পরবর্তী ধাপের পরীক্ষায় (লিখিত) অংশ নিতে পারবে।

কেন্দ্র তালিকা ডাউনলোড (পিডিএফ) করতে ক্লিক করুন- https://erecruitment.bb.org.bd/career/apr282019_bscs_55.pdf

বাংলাদেশ ব্যাংক - ব্যাংকার্স সিলেকশন কমিটি -২০১৯
Rate this post