ব্যাংকের ছুটির তালিকা ২০২২


এডু ডেইলি ২৪ প্রকাশ: নভেম্বর ৮, ২০২১, ৯:২৫ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৬ অপরাহ্ন /
ব্যাংকের ছুটির তালিকা ২০২২

ব্যাংকের ছুটির তালিকা ২০২২ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে ২০২২ সালে দেশের তফসিলি ব্যাংকগুলো ২৪ দিন বন্ধ থাকবে।

৮ নভেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন বিভাগ থেকে ছুটির তালিকা সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি চিঠি আকারে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

২০২২ সালে ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী, ২০২২ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরে ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না। সব মিলিয়ে ২০২২ সালে ব্যাংকে ২৪ দিন ছুটি থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী কোন কোন দিন ছুটি

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস,
১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস,
১৯ মার্চ শবে-বরাত,
২৬ মার্চ স্বাধীনতা দিবস,
১৪ এপ্রিল বাংলা নববর্ষ,
২৯ এপ্রিল শুক্রবার-জুমাতুল বিদা,
২৯ শব-ই-কদর,
১ মে -মে দিবস,
২, ৩ ও ৪ মে ঈদুল ফিতর,
১৫ মে বুদ্ধ পূর্ণিমা,
১ জুলাই ব্যাংক হলিডে,
৩১ জুলাই,
৯ ও ১০ ও ১১ জুলাই ঈদুল আজহা,
৯ আগস্ট আশুরা,
১৫ আগস্ট জাতীয় শোক দিবস,
১৮ আগস্ট বৃহস্পতিবার জন্মাষ্টমী,
৫ অক্টোবর দুর্গাপূজা,
৯ অক্টোবর ঈদ-ই-মিলাদুন্নবী,
১৬ ডিসেম্বর বিজয় দিবস,
২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) এবং
৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে ২০২২ সালের ছুটির তারিখ নির্ধারণ করে দেয়া হলেও চাঁদ দেখার ওপর সংশ্লিষ্ট ছুটির দিন পরিবর্তন হতে পারে।

Bank holidays 2022 Bangladesh

Bank holidays 2022 Bangladesh - ব্যাংকের ছুটির তালিকা ২০২২
ব্যাংক ছুটির ক্যালেন্ডার ২০২১

Bangladesh Bank Holidays Calendar 2022 pdf download : https://www.bb.org.bd/mediaroom/circulars/dos/nov082021dosl48.pdf

Rate this post