ব্যাচেলর পর্যায়ে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের বৃত্তি দিবে ব্যাংক এশিয়া। ২০১০ অথবা ২০১১ সালে এইচএসসি পাশ করে এবার এমবিবিএস, প্রকৌশল, কৃষি, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, কম্পিউটার বিজ্ঞান কিংবা এ ধরনের বিষয়ে ব্যাচেলর পর্যায়ে ভর্তি হয়েছে, কেবল তারাই এ বৃত্তির জন্য আবেদন করতে পারবে। নির্বাচিতরা প্রতিমাসে দুই হাজার ও প্রতি বছর এককালীন দশ হাজার টাকা পাবে। এ বৃত্তির মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর। দরিদ্র ও মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের বৃত্তির জন্য নির্বাচন করা হবে। আবেদন করতে পারবে ঢাকার রুহিতপুর, আশুলিয়া ও সাভার; মুন্সিগঞ্জের মালখানগর, সিরাজদিখান ও বালিগাঁও; গাজীপুরের টঙ্গী ও কোনাবাড়ী; কিশোরগঞ্জের তাড়াইল ও ভৈরব; চট্রগ্রামের লোহাপাড়া, ভাটিয়ারী ও পথেরহাট; চাটখিল (নোয়াখালী), রামগঞ্জ (লক্ষীপুর), বিয়ানীবাজার (সিলেট), ঈশ্বরদী (পাবনা), জগন্নাথপুর (সুনামগঞ্জ) ও মাধবদী (নরসিংদী) অঞ্চলের শিক্ষার্থীরা। আবেদন ফরম ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে ব্যাংকের সংশ্লিষ্ট শাখায়। আবেদন পাঠাতে হবে ৫ এপ্রিলের মধ্যে এ ঠিকানায়- ব্যাংক এশিয়া, কর্পোরেট কার্যালয়, র্যাংগস টাওয়ার, ৬৮ পুরানা পল্টন, ঢাকা- ১০০০। ফোন: ৭১১০০৬২, ৭১১০১৪৭, ৭১১০১৭৩, ৭১১০১৭৭ ।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24