ব্রাজিল বনাম সুইজারল্যান্ড লাইভ score, পরিসংখ্যান ২০২২, জাতীয় দলের খেলোয়ার, রেকর্ড ২০২২ – এ ব্যাপারে বিস্তারিত এখানে আলোচনা করা হলো। FIFA বিশ্বকাপ ফুটবল ২০২২-এ জি গ্রুপে ব্রাজিল। এই বিশ্বকাপে ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ম্যাচটি হবে ২৮ নভেম্বর ২০২২ তারিখ বাংলাদেশ সময় রাত ১০টায়। জি গ্রুপের দলগুলো হলো- ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
Advertisement
Advertisement
Advertisement
Brazil vs Switzerland live score 2022
Advertisement
Advertisement
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২
খেলা : | ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার |
মোট অংশগ্রহণকারী দেশ : | ৩২টি দেশ / দল |
ভেন্যু : | কাতার |
বাংলাদেশ সময় কখন হবে : | বিকাল, সন্ধ্যা ও রাতে |
বিশ্বকাপ উদ্বোধন / ১ম ম্যাচ : | ২০ নভেম্বর ২০২২ |
ফিফার ওয়েবসাইট : | https://www.fifa.com |
Advertisement
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড রেকর্ড ২০২২
- রিচার্লিসনের গোলের মধ্যে থাকা বাড়তি সুবিধা দেবে ব্রাজিলকে। তবে রাফিনহা, ভিনিসিয়ুসদের কাটাতে হবে নিজেদের ফিনিশিং দুর্বলতা। মাঝমাঠে ব্রুনো গুইমারেস, ফ্রেদদের করলে চলবে না কোন ভুল। ডিফেন্সে দুই অভিজ্ঞ সেনা মার্কুইনহোস ও থিয়াগো সিলভাকে যোগ্য সঙ্গ দিতে হবে অ্যালেক্স সান্দ্রো ও এদের মিলিতাওকে।
Advertisement
- সুইসদের তিন বিভাগই আজ পড়তে পারে কঠিন পরীক্ষায়। রুবেন ভার্গাস, জিব্রিল সো, জেরদান শাকিরিদের সামনে বড় চ্যালেঞ্জ ব্রাজিলের রক্ষণ ভেদ। অন্যদিকে ম্যানুয়েল আকানজি, নিকো এলভেদিরা কতটা রুখতে পারবেন গতিময় সেলেসাও ফরোয়ার্ডদের, থাকছে সেই প্রশ্নও।
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড পরিসংখ্যান ২০২২
- ১. বিশ্বকাপে ব্রাজিল এবং সুইজারল্যান্ডের মধ্যকার আগের দুটি লড়াই ড্রতে শেষ হয়েছে (১৯৫০ সালে ২-২, ২০১৮ সালে ১-১)।
- ২. সব প্রতিযোগিতা মিলে দুই দলের মুখোমুখি নয়টি লড়াইয়ে ব্রাজিল জিতেছে তিন ম্যাচে। সুইজারল্যান্ড জয় পেয়েছে দুটিতে। অপর চারটি ড্র।
- ৩. ব্রাজিল বিশ্বকাপে তাদের শেষ ১৬টি গ্রুপ পর্বের ম্যাচে অপরাজিত। যা বিশ্বকাপে গ্রুপে পড়বে সবচেয়ে বেশি অপরাজিত থাকার রেকর্ড।
- ৪. বিশ্বকাপে কখনোই টানা দুইটি ম্যাচে জয় পায়নি সুইজারল্যান্ড।
- ৫. ব্রাজিলের হয়ে সব প্রতিযোগিতায় রিচার্লিসন তার শেষ সাতটি ম্যাচে নয়টি গোল করেছেন।
- ৬. সুইজারল্যান্ডের হয়ে শেষ চার ম্যাচের তিনটিতে গোল করেছেন ব্রিল এম্বোলো।
Advertisement
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড লাইন আপ
জাতীয় দলের খেলোয়ার তালিকা
- ব্রাজিল (৪-৩-৩): এডারসন (গোলরক্ষক), সান্দ্রো, সিলভা, মার্কুইনহোস, মিলিতাও, গুইমারেস, ক্যাসেমিরো, ফ্রেদ, ভিনিসিউস, রাফিনহা, রিচার্লিসন
- সুইজারল্যান্ড (৪-২-৩-১): সোমার (গোলরক্ষক), আকানজি, এলভেদি, রদ্রিগেজ, উইডমার, জাকা, ফ্রেউলার, শাকিরি, সো, ভার্গাস, এমবোলো
খেলা কোন স্টেডিয়ামে
- ভেন্যু / মাঠ : ৯৭৪ স্টেডিয়াম, দোহা
ব্রাজিল কত বার বিশ্বকাপ জিতেছে
- ব্রাজিল বিশ্বকাপে অংশ নিয়েছে ২১ বার
- ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ৫ বার (সর্বশেষ ২০০২ সালে)
Brasil আঞ্চলিক টুর্নামেন্টের পরিসংখ্যান
প্রধান শিরোপা | ব্রাজিল |
---|---|
বিশ্বকাপ | ৫ |
কোপা আমেরিকা | ৯ |
কনফেডারেশন্স কাপ | ৪ |
প্যান আমেরিকান কাপ | ২ |
মোট | ২০ |
আরো পড়ুন :