ব্রিটিশ কাউন্সিলের ওপেন ডে

যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের দরকারি তথ্য-পরামর্শ দিতে আজ (২২ জুন) অনুষ্ঠিত হয়েছে ‘ইউকে এডুকেশন ওপেন ডে’-। এর আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। দিনব্যাপী এ আয়োজনে অংশ নিয়েছে ৯টি স্টুডেন্ট কনসালট্যান্ট প্রতিষ্ঠান। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী এসব প্রতিষ্ঠান ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য দেয়। ঢাকার ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলের কার্যালয়ে এ আয়োজন শুরু হয় বেলা ১১টায়, শেষ হয় বিকাল ৫টায়।