ব্রিটিশ কাউন্সিলের শিক্ষা মেলা, নিবন্ধন অনলাইনে

যুক্তরাজ্যের প্রায় অর্ধশত কলেজ-বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষা মেলা। ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে ‘এডুকেশন ইউকে এক্সিবিশন ২০১২’ শীর্ষক এই  মেলার আয়োজন করা হয়েছে ঢাকা ও চট্রগ্রামে। আগামী ১ ও ২ মার্চ ঢাকার রুপসী বাংলা হোটেলে এবং ৪ মার্চ চট্রগ্রামের দ্য পেনিনসুলায় (ওআর নিজাম রোড, সিডিএ অ্যাভিনিউ) মেলা অনুষ্ঠিত হবে। মেলা চলবে বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মেলায় যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সুযোগ পাবে শিক্ষার্থীরা। আগত বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তথ্য-পরামর্শ ও বিভিন্ন প্রশ্নের জবাব দিবেন। মেলায় অংশ নেওয়া কলেজ-বিশ্ববিদ্যালয়ের তালিকা পাওয়া যাবে এ লংকে-http://bd.edukexhibitions.org/exhibitions.php?eid=7 । মেলায় প্রবেশ করতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে এই ওয়েব থেকে-http://bd.edukexhibitions.org । নিবন্ধিতদের আয়োজনস্থল থেকে ৫০ টাকা ফি দিয়ে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হবে।