বড় সিলেবাসে পরীক্ষা আর হবে না : শিক্ষামন্ত্রী

এডু ডেইলি ২৪
1 Min Read

বড় সিলেবাসে পরীক্ষা আর হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরীক্ষার ভীতি আর বইয়ের চাপ থেকে শিক্ষার্থীদের মুক্ত করতেই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার কাজ চলছে।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে কাজ করছে বর্তমান সরকার। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, বিজ্ঞানমনস্ক ও মানবিক গুণাবলীসম্পন্ন আগামী প্রজন্ম গড়ে তুলতে এই নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হচ্ছে।

৭ নভেম্বর রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, ‘পরীক্ষার ভীতি আর বইয়ের চাপ থেকে মুক্ত হতে বড় সিলেবাসে আর পরীক্ষা নেয়া হবে না। সারা বছরে স্কুলে বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।’

তিনি আরো জানান, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে কাজ করছে বর্তমান সরকার। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, বিজ্ঞানমনস্ক ও মানবিক গুণাবলীসম্পন্ন আগামী প্রজন্ম গড়ে তুলতে এই নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হচ্ছে। নতুন পাঠ্যক্রমের আরেকটি উদ্দেশ্য হলো শিক্ষা হবে আনন্দময়।

Rate this post

Share This Article
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a comment

You cannot copy content of this page