ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নিতে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়ার সুযোগ চেয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে তারা বিক্ষোভ করেন।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আগামী বছর থেকে যারা এইচএসসি যে সালে পাস করবে, তারা শুধু সেই সালের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। অর্থাৎ, কোনো শিক্ষার্থী একবারের বেশি ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না।
এদিকে, গণমাধ্যমের এক খবরে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের ভর্তি পরীক্ষায় পাস করা ৪৮ শতাংশ শিক্ষার্থীই দ্বিতীয় বার অংশ নিয়ে সুযোগ পেয়েছে।