মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম রংপুরের রাগীব

২০১৯-২০ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম হয়েছে রংপুরের রাগীব নূর অমিয়। তার টেস্ট স্কোর ৯০.৫০।

এর আগে রাগীব রংপুর ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ ও রংপুর জিলা স্কুলে পড়াশোনা করেছেন।

তার বাবা এসএম মফিজুল ইসলাম মুকুল জাপান টোব্যাকো কোম্পানির ন্যাশনাল ম্যানেজার এবং মা আনজুমান আরা চৌধুরী নীলফামারী মশিউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক। রাগীবের বোন মাইশা ফাহমিন অহনা রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে পড়াশোনা করছে।