ভালো শিক্ষার্থীর গুনাবলি [পর্ব ২]


এডু ডেইলি ২৪ জুন ১৯, ২০১৩, ৩:৪২ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২২ অপরাহ্ন
ভালো শিক্ষার্থীর গুনাবলি [পর্ব ২]

মো. মামুনুর রশিদ
আমার আগের পোস্ট করা কিছু তথ্য ও লেখার মাঝে ভুল ছিল বলে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এবার আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো তা অত্যন্ত গুরুত্বপুর্ন। আশা করি পড়ে মন্তব্য করে আমাকে ও আমার লেখাকে দীর্ঘায়িত করতে সহায়তা করবেন।
আমি আপনাদের একটা খুশির খবর দেব তা হলো আমি গতকাল ডিগ্রী পাশ পরীক্ষায় উত্তীর্ন হয়েছি। আমি আপনাদের সকলের দোয়ায় ৮০৩ নাম্বার নিয়ে ফাষ্ট ডিভিশন পর্যায়ের শিক্ষার্থীদের সারিতে জায়গা পেয়েছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন উচ্চতর কোন ডিগ্রী আল্লাহ আমাকে করার তৌফিক এনায়েত করেন। আমিন।
আমি আজকে আপনাদের সমীপে একটা ছোট বিষয় উপস্থাপন করবো। তা হলো ইংরেজী কিংবা বাংলায় ভালো নম্বর পেতে কি কৌশল অবলম্বন করা প্রয়োজন।
আমরা অনেকেই কোন বিষয়কে আয়ত্ত করতে কোমর বেধে মেনোযোগ দিয়ে আয়ত্ত করার চেষ্টা করি।এতে আমাদের মাথার স্নায়ুতে বেশ প্রভাব বিস্তার করতে পারে যা আপনার সারা জীবনের অর্জিত তথ্য আপনার মেমরী হতে চিরদিনের মতো মুছে যেতে পারে। তাই আমরা যারা কোন বিষয়কে আয়ত্ত করতে যাব তখন তার উপর মনোযোগ কিভাবে দিবো তা একটু খেয়াল রাখবো। আপনি যে বিষয়টি আয়ত্ত করতে চাচ্ছেন তার পরিধি কতটুক? বড় নাকি ছোট। এটা আপনার পক্ষে আয়ত্ত করা সম্ভব কিনা। আপনার আয়ত্ত করার ইচ্ছা কতোটা প্রবল। আপনার চারপাশের পরিবেশ কি আপনার আয়ত্ত করার উপযোগী পরিবেশ? কোন সময় আপনি আয়ত্ত করতে যাচ্ছেন? এসব বিষয় আপনার আয়ত্ত করার গতিতে প্রভাব বিস্তার করবে িএটা বিশ্বাস করলে আপনি আমার সাথে একমত হতে পারেন।
আপনার আয়ত্তের বিষয়টি জটিল ও দীর্ঘ হলে আয়ত্ত করার কৌশল :
প্রথমে আপনি আপনার বিষয়টিকে কয়েকটি ভাগে ভাগ করুন। যেমন ৩ পাতা হলে ৬ ভাগ। ২ পাতা হলে ৩ ভাগে ভাগ, যদি একপাতা হয় তবে সেই পাতার অর্ধেক অর্থাত ২ ভাগে ভাগ করুন। এবার আপনি আপনার মনোেোগ শক্ত করুন। আপনি যা আয়ত্ত করতে যাচ্ছেন তার শিরোনাম একটা সাদা পাতায় বড় বড় করে লিখে নিন। এবার আপনার কাজ শুরু । প্রতিবার আবৃত্তি কারর সময় অবশ্যই আপনি আপনার বিষয়ের শিরোনামে একবার করে চোখ বুলিয়ে নিবেন। তাতে আপনার মনোযোগের ভিত্তি শক্ত হবে।
এবার আসি আপনার পড়ার জায়গা ও পরিবেশ এর দিকে। আপনাকে মনে রাখতে হবে যে আপনি একটা জটিল ও দীর্ঘ বিষয়কে আয়ত্ত করতে যাচ্ছেন তাই আপনার পড়ার পরিবেশ হতে হবে মনোরম বা শান্ত ও কোলাহল মুক্ত। ঘরে আপনার পড়ার সকল সামগ্রী নিশ্চিত করতে হবে যেন বারবার আপনাকে কোন প্রয়োজনে রুমের বাহিরে যেতে না হয়। এবার আসি সময়ের দিকে। আপনাকে একটা বিষয়

Rate this post

Leave a Reply

BD Results App