রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০১৫ সালের প্রথম শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া ১০ নভেম্বর থেকে শুরু হবে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
ওয়েবসাইটে (vnsc.addiesoft.com) আবেদন ফরম পূরণের পর বিকাশের মাধ্যমে টাকা দিতে হবে। ভর্তির আবেদন ফরমের মূল্য ২০০ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম শ্রেণির সব শাখার বাংলা মাধ্যম ও মূল প্রভাতী শাখার ইংরেজি মাধ্যমে ভর্তির জন্য প্রকাশ্য লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। ১৬ নভেম্বর বিকেল ৪টায় সব শাখায় নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে ফরম জমা, সাক্ষাৎকারের তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে।
একজন প্রার্থী একটি শাখায় ভর্তির জন্য আবেদন করতে পারবে। একাধিক আবেদনের অভিযোগ প্রমাণিত হলে তার সব আবেদন বাতিল করা হবে। ছাত্রী যে শাখায় ভর্তি হতে ইচ্ছুক, তাকে শুধু সে শাখা নির্ধারণ করে অনলাইনে আবেদন করতে হবে।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.vnscbd.info) পাওয়া যাবে।