মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে (২০১১-১২ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা হবে ২১ ও ২২ ডিসেম্বর। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২১ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে ‘সি’ ইউনিট, বেলা দুইটা ৩০ মিনিটে ‘ডি’ ইউনিট এবং ২২ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে ‘এ’ ইউনিট, ও বেলা দুইটা ৩০ মিনিটে ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার কেন্ত্র, আসনবিন্যাসসহ বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে- www.mbstu.ac.bd । মোবাইল নম্বরে (০১৫৫৪৩২১১৮৭, ০১৫৫৪৩২১১৮২) ফোন করেও দরকারি তথ্য পাওয়া যাবে।