মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [সিপাই পদ ৩১৩টি]

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (DNC job circular 2023) প্রকাশিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সিপাই পদে ৩১৩ জন নিয়োগ দেওয়া হবে।

সিপাই পদটি ১৭তম গ্রেডের। অস্থায়ী ভিত্তিতে এসব জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে ১০ থেকে ৩১ জুলাই ২০২৩, বিকাল ৫টার মধ্যে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ ২০২৩

নিয়োগ কর্তৃপক্ষমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
চাকরির ধরনসরকারি চাকরি
পদের নামসিপাই
মোট পদের সংখ্যা৩১৩টি
আবেদনের তারিখ১০-৩১ জুলাই ২০২৩
আবেদনের লিংকhttp://dnc.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইটhttp://www.dnc.gov.bd
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ ২০২৩

সিপাই পদের বিবরণ, যোগ্যতা ও বেতন স্কেল

  • পদের নাম : সিপাই
  • পদ সংখ্যা: ৩১৩টি
  • যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। উচ্চতা অন্যূন পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৮ মিটার; নারী ৫ ফুট ২ ইঞ্চি বা ১.৫৭ মিটার। বুকের মাপ অন্যূন উভয় ক্ষেত্রে ৩১ ইঞ্চি বা ৭৮ সেন্টিমিটার, সম্প্রসারিত ৩২ ইঞ্চি বা ৮২ সেন্টিমিটার। ওজন অন্যূন পুরুষ ৫০ কেজি, নারী ৪৬ কেজি। অবিবাহিত হতে হবে।
  • বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

যেসব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন

ঢাকা, গোপালগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, বরগুনা, খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বাগেরহাট, ঝিনাইদহ, রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সব জেলার এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীরা আবেদন করতে পারবেন।

প্রার্থীর বয়সসীমা

১০ জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। কিন্তু বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২০ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের http://dnc.teletalk.com.bd ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা http://dnc.gov.bd/sites/default/files/files/dnc.portal.gov.bd/notices/22f8a25a_5a04_4eb4_a80f_e883e0475df2/2023-07-06-10-34-f91861d416e3a295210f47bc2c8f4982.pdf লিংকে জানা যাবে।

আবেদন ফি

অনলাইনে আবেদনের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

  • আবেদনের সময়সীমা: ১০ থেকে ৩১ জুলাই ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (সার্কুলার)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - DNC job circular 2023
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – DNC job circular 2023

DNC job circular 2023 PDF

Department of Narcotics Control (DNC) job circular 2023 pdf download link : http://www.dnc.gov.bd/sites/default/files/files/dnc.portal.gov.bd/notices/22f8a25a_5a04_4eb4_a80f_e883e0475df2/2023-07-06-10-34-f91861d416e3a295210f47bc2c8f4982.pdf or https://edudaily24.com/wp-content/uploads/dnc-2023.pdf

Rate this post

 সাবস্ক্রাইব

 দরকারি খবরাখবর ও তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যল প্লাটফর্মগুলোতে Follow/Subscribe করুন।

Like/Follow our Facebook page

Subscribe our Instagram channel

Follow our Google news page

Subscribe our Youtube channel

সর্বশেষ আপডেট পেতে Edu Daily 24 এর Facebook পেজ, Google news পেজ ও Youtube চ্যানেল সাবস্ক্রাইব/ফলো করুন। নোটিফিকেশন পেতে APPও ইনস্টল করে রাখতে পারেন।

মন্তব্য করুন

You cannot copy content of this page