মাধ্যমিক পর্যায়ে বছরে তিনটির পরিবর্তে দুটি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্লাসে শিক্ষার্থীদের আরো বেশি সময় দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে একটি অনলাইন সংবাদমাধ্যমকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন জানান, বিশেষজ্ঞদের সুপারিশেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি শিক্ষাবর্ষেই এটি কার্যকর হবে।
জানা গেছে, নতুন পাঠ্যসূচি অনুযায়ী বিশেষজ্ঞরা বছরে দুটি পরীক্ষার সুপারিশ দেন। এরপর এ বিষয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠকে বসে মাউশি কর্তৃপক্ষ। বৈঠকে সবাই ইতিবাচক মত দেওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
সংশ্লিষ্টরা জানান, বছরে তিনটি পরীক্ষার মধ্যে একটি বাদ দিলে ওই সময়টায় ক্লাসে বেশি সময় দেওয়া যাবে।
এত দিন ধরে স্কুলে বছরে তিনটি (১ম সাময়িক, ২য় সাময়িক ও বার্ষিক) পরীক্ষা হতো। বার্ষিক বা চূড়ান্ত পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণিতে ভর্তির সুযোগ পায়।
সূত্র: পরিবর্তন ডট কম
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24