মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা ও ভর্তির সূচিতে পরিবর্তন
এ বছর (২০১৮) মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা ও ভর্তি কার্যক্রমের (২০১৯ শিক্ষাবর্ষ) সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ১০ ডিসেম্বরের মধ্যে সরকারি-বেসরকারি স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ করতে বলা হয়েছে। আর ডিসেম্বরের শেষ দিকে ভর্তি পরীক্ষা; ভর্তির জন্য লটারি ও ভর্তি সংক্রান্ত বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হতে পারে। নভেম্বর মাসের শেষ দিকে নতুন শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে ভর্তির আবেদন অনলাইনে নেওয়া হতে পারে।
জাতীয় সংসদ নির্বাচনের কারণে অন্যান্য বছরের তুলনায় নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা ও ভর্তি কার্যক্রমের সূচিতে পরিবর্তন আনা হচ্ছে।
এদিকে অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়েছে, চলবে ১৫ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত। পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ১৮ নভেম্বর শুরু হয়ে চলবে ২৬ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত। এর আগে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এর ফলও প্রকাশিত হয়েছে। আজ (৭ নভেম্বর ২০১৮) থেকে ফরম পূরণ শুরু হয়েছে।