মাভাবিপ্রবি : ভর্তির সাক্ষাৎকার শুরু


এডু ডেইলি ২৪ জানুয়ারি ৫, ২০১৩, ১:৩৩ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩০ অপরাহ্ন
মাভাবিপ্রবি :  ভর্তির সাক্ষাৎকার শুরু

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তির সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু হয়েছে শনিবার।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শনিবার ও রোববার মেধা তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। অপেক্ষমাণ তালিকার ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১২ ও ১৩ জানুয়ারি।
সাক্ষাৎকার শেষে মেধা তালিকার শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে সোমবার, চলবে মঙ্গলবার পর্যন্ত। বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ এবং বিএসসি (অনার্স) কোর্সের আওতায় বিভিন্ন বিষয়ে এসব শিক্ষার্থীকে ভর্তি করা হবে।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীর এসএসসি/সমমান ও এইচএসসি/ সমমান পরীক্ষার মূল সনদ/প্রশংসাপত্র, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। এছাড়াও দরকারি কাগজপত্রের ফটোকপি (সত্যায়িত) এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৫ কপি) ও স্ট্যাম্প সাইজের ছবি (১) আনতে হবে।
ভর্তি সংক্রান্ত আরো তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে- www.mbstu.ac.bd ।

Rate this post

Leave a Reply

BD Results App