২০১২ সালে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দেবে মার্কেন্টাইল ব্যাংক। ‘মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি ২০১২’-এর আওতায় অন্যান্য বছরের মতো এবারও সারা দেশের শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে ব্যাংকটি। বৃত্তির মেয়াদ ১ বছর।
আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৬০ হাজার টাকার নিচে হতে হবে এবং অন্য উৎস থেকে শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর আবেদনপত্র গ্রহণ করা হবে না। বৃত্তির মেয়াদ এক বছর। নূ্যনতম জিপিএ ৪.৫০ পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। জেএসসি, এসএসসি ও এইচএসসি স্তরের জন্য মাসে যথাক্রমে ৭৫০, ১০০০ ও ১৫০০ টাকা হারে বৃত্তি দেওয়া হবে।
আবেদনপত্র পাওয়া যাবে মার্কেন্টাইল বাংকের এই ওয়েব লিংকে- http://www.mblbd.com/home/scholarship । ১৫ মে ২০১৩ তারিখের মধ্যে আবেদনপত্র পূরণ করে নিকটস্থ মার্কেন্টাইল ব্যাংকের শাখা ব্যবস্থাপকের কাছে অথবা প্রধান কার্যালয়, সিএসআর ডেস্ক (নবম তলা), ৬১ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০ ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে।
মার্কেন্টাইল ব্যাংক শিক্ষা বৃত্তি
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review