মাস্টার্সের ফরম পূরণের সময় বাড়লো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের মাস্টার্স (এমএ/এমএসএস/এমবিএস/ এমএসসি/এম মিউজ) শেষ পর্বের (আইসিটি সহ) পরীক্ষার আবেদন ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ৫ মে পর্যন্ত। বিলম্ব ফিসহ ফরম পূরণে সময় বাড়িয়ে ২০ মে নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যাবে সংশ্লিষ্ট কলেজে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই তিন ওয়েবসাইটেও দরকারি তথ্য জানা যাবে- www.nu.edu.bd, www.nubd.info, www.nuadmission.com/mf।