মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি কার্যক্রম ১১ নভেম্বর শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইন ভর্তি কার্যক্রম আগামী ১১ নভেম্বর থেকে শুরু হবে, চলবে ২১ নভেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত।
এ ভর্তি সংক্রান্ত সকল তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd ওয়েবসাইটের Important Notice/Prospectus (Master’s) অপশনে পাওয়া যাবে।