মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকা প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকা আজ (৮ মার্চ ২০১৭) বিকাল ৪টায় প্রকাশিত হয়েছে।
যেকোনো মোবাইল থেকে nu<space>atmf<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে এসএসএস পাঠানোর মাধ্যমে ফলাফল জানা যাবে এবং রাত ৯টায় ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে ফল পাওয়া যাবে।