জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স শেষ পর্ব (নতুন সিলেবাস) ৩০টি বিষয়ের ফলাফল আজ (১৩ অাগস্ট ২০১৮) প্রকাশিত হয়েছে। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ২০/২/২১০৮ থেকে ৩১/৫/২০১৮ পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ফলাফলে কোনো প্রকার ভুলভ্রান্তি, অসঙ্গতি পাওয়া গেলে তা সংশোধন কিংবা বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
ফলাফলে কোনো পরীক্ষার্থীর আপত্তি কিংবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ১ মাসের মধ্যে স্ব স্ব কলেজের অধ্যক্ষের মাধ্যমে ‘পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয়’ বরাবর অাবেদন করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ এক সভা ভাইস চান্সেলর প্রফেসর ড. হারুন অর রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়।
ভর্তি কার্যক্রম : অনলাইনে আবেদন ১ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত চলবে।
অনার্স ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি আকারে দৈনিক পত্রিকা ও www.nu.ac.bd ওয়েবসাইটে আগস্টের শেষ সপ্তাহে প্রকাশিত হবে।
অনার্সে ভর্তি কার্যক্রম শেষে ভর্তিকৃত অনার্স ১ম বর্ষ শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১১ অক্টোবর ২০১৮ থেকে। অনার্স প্রফেশনাল কোর্সের ক্লাস ১৫ অক্টোবর থেকে।
কোনো শিক্ষার্থী একই কিংবা ভিন্ন কোনো কোর্সে দুই বার ভর্তি হলে ভর্তি বাতিল করা হবে।