মাস্টার্স শেষপর্ব নিয়মিত ভর্তির মেধা তালিকা প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব নিয়মিত ভর্তির মেধা তালিকা আজ (২৫ জানুয়ারি ২০১৬) বিকাল ৪টায় প্রকাশিত হয়েছে।
যেকোনো মোবাইল থেকে nu<space>atmf<space>roll লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফলাফল পাওয়া যাবে। রাত ৯টা থেকে ওয়েবসাইটে (www.nu.edu.bd/admissions) ফলাফল পাওয়া যাবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা / বিজ্ঞপ্তি এই লিংকে পাওয়া যাবে- http://app1.nu.edu.bd/notice/NOTICE_MASTERS_210116.pdf