জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমে ৩য় রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২৯ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ৪টা থেকে শুরু হবে। ৪ অক্টোবর ২০১৬ তারিখ ১২টা পর্যন্ত চলবে।
যেসব শিক্ষার্থী আবেদন করতে পারবে-
ক) ১ম ও ২য় মেধা তালিকায় /১ম ও ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি।
খ) ভর্তি বাতিল করেছে।
গ) ২য়/৩য় পর্যায়ে নতুন করে প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক উক্ত প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করেছে, সে সকল শিার্থী ৩য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
মাস্টার্স শেষ পর্ব ভর্তির ৩য় রিলিজ স্লিপের আবেদন ২৯ সেপ্টেম্বর থেকে
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review