মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) কোর্সে ভর্তির আবেদন ১৬ অক্টোবর থেকে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) কোর্সে অনলাইনে ভর্তি কার্যক্রমের প্রাথমিক ভর্তি আবেদন আগামী ১৬ অক্টোবর ২০১৬ বিকাল ৪টা থেকে শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৩০ অক্টোবর ২০১৬ রাত ১২টা পর্যন্ত।
আবেদনের যোগ্যতা : ৩ বছর মেয়াদী স্নাতক (পাস) বা ডিগ্রি (পাস) / ৪ বছর মেয়াদী অনার্স বা স্নাতক (সম্মান)
ভর্তি পরীক্ষা হবে না, শিক্ষার্থী নির্বাচন করা হবে স্নাতক (পাস) অথবা স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।
আবেদন ফি : ৩০০ টাকা।
বিস্তারিত তথ্য ও ভর্তি বিজ্ঞপ্তি পাওয়া যাবে এই লিংকে- http://app1.nu.edu.bd/notice/MS_PRELI_BIGAPTEE_2014_15_091016.pdf
ভর্তি নির্দেশিকা পেতে ক্লিক করুন : http://app1.nu.edu.bd/notice/MASTER_PRELI_Admission_Guide.pdf