জবি’তে ‌‌“মিট ইউর ক্যারিয়ার কোচ” অনুষ্ঠিত


এডু ডেইলি ২৪ প্রকাশ: নভেম্বর ২৩, ২০১৯, ৫:০৫ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন /
জবি’তে ‌‌“মিট ইউর ক্যারিয়ার কোচ” অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ “জব গিভার অ্যান্ড সিকারস নেটওয়ার্ক, জবি”-এর উদ্যোগে শুক্রবার ভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল ‘মিট ইউর ক্যারিয়ার কোচ’ শীর্ষক ওয়ার্কশপ। প্রধান বক্তা হিসিবে উপস্থিত ছিলেন সময়ের আলোচিত ক্যারিয়ার কোচ, পান্ডুঘর গ্রুপের এইচআর ডিপার্টমেন্টের ডিজিএম এস এম আহ্‌বাবুর রহমান। আরো উপস্থিত ছিলেন মানব সম্পদ পেশাজীবী সাব্বিরুল ইসলাম।

পরিচিতি পর্বের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় তারপর “জব গিভার এন্ড সিকারস নেটওয়ার্ক, জবি” গ্রপের এডমিন মো. রেজাউল করিম রেজা এই গ্রুপের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে অবগত করেন। তিনি বলেন জবি’র প্রাক্তন ছাত্র- ছাত্রীরা যারা কর্পোরেট সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানে জব করছেন তাদের সাথে উক্ত ভার্সিটির ফ্রেশারদের একটা ভাল নেটওয়ার্ক গড়ে তোলাই হচ্ছে এই গ্রুপের প্রাধান লক্ষ্য যা কিনা ফ্রেশারদের কর্পোরেটে জব পেতে অনেক সহায়তা করবে। তিনি উল্ল্যেখ করেন এই গ্রুপের সহায়তায় গত এক মাসে মোট আট জন জবি গ্রেজুয়েট বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্যারিয়ার কোচ এস এম আহ্‌বাবুর রহমান ক্যারিয়ার প্ল্যানিং, সিভি রাইটিং, ইন্টারভিউ স্কিল এবং নেটওয়ার্কিং এর গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন।তিনি বলেন ছাত্র জীবনে যারা শুধুমাত্র জিপিএ নিয়ে ব্যস্ত থাকে কোন রকম এক্সট্রা কারিকুলার এক্টিভিটির সাথে যুক্ত থাকে না, তারা চাকরি জীবনে খুব একটা ভাল করতে পারে না। তিনি ছাত্র জীবনে কোন কোন এক্সট্রা কারিকুলার এক্টিভিটির সাথে যুক্ত থাকার পরামর্শ দেন। এছাড়া মানব সম্পদ পেশাজীবী সাব্বিরুল ইসলাম ইন্টারভিউ এবং নেটওয়ার্কিং নিয়ে উনার কিছু বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।সবশেষে গত মাসে যে আট জন চাকরি পেয়েছেন তাদেরকে মিষ্টি খাওয়ানোর মাধ্যমে অভিনন্দন জানানো হয়।

Rate this post