দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির আবেদন কার্যক্রম চলছে। ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তির এ প্রক্রিয়া চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।
এ দুটি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শেষে ‘ফি’ জমা দিতে হবে টেলিটক সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর।
আবেদনের নিয়ম, যোগ্যতা, মেডিক্যাল ও ডেন্টাল কলেজের কোড নম্বরসহ ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত পাওয়া যাবে স্বাস্থ্য অধিদপ্তরের এ লিংকে- http://dghs.gov.bd/bn/licts_file/images/Admission/Instructions_MBBS_BDS_Admission_2012-13.pdf।
মেডিকেলে আবেদন প্রক্রিয়া চলছে
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review