মেডিকেলে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ৯ অথবা ১০ অক্টোবর
২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেডিকেলে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ৯ অথবা ১০ অক্টোবর প্রকাশ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৭ অক্টোর ২০১৬ (শুক্রবার) সারা দেশের ১৮টি সরকারি মেডিক্যাল কলেজ কেন্দ্রের ৩৭টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফলাফল জানা যাবে এসএমএস-এ।
এ বছর এমবিবিএসে সরকারি মেডিক্যাল কলেজে ৩,২১২টি ও বেসরকারি কলেজে ৬,২০৫টি আসন রয়েছে। মোট ৯০,৪২৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তায় এবারই প্রথম বিশেষ ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হয়।
এদিকে, ডেন্টালে বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ নভেম্বর ২০১৬ তারিখে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত জানা যাবে স্বাস্থ্য অধিদপ্তরের সাইটে- www.dghs.gov.bd