দুই দিনের মধ্যে মেডিকেল ও ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খন্দকার মো সিফায়েতউল্লাহ। আজ রোববার দুপুরে তিনি বলেন, “দুই দিনের মধ্যেই ভর্তি পরীক্ষার সূচি ও আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করে চূড়ান্ত ‘ ভর্তি বিজ্ঞপ্তি’ প্রস্তুত করা হবে।” স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্যের আগে আজ সকালে মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানায় রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন। তিনি বলেন, ‘এবার ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও আগামী বছর থেকে জিপিএ এর ভিত্তিতে ভর্তি করা হবে।’
গত ১২ অগাস্ট স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক জানান, মেডিকেল ও ডেন্টালে ভর্তির ক্ষেত্রে চলতি বছর (২০১২-২০১৩ শিক্ষাবর্ষ) থেকে ভর্তি পরীক্ষার পরিবর্তে জিপিএর ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এ সিদ্ধান্তের প্রতিবাদে মাসব্যপী আন্দোলন করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি দুই দিনের মধ্যেই
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review