মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষা ৭ দিন পিছিয়েছে। নতুন করে অভিন্ন প্রশ্ন ছাপিয়ে ২৩ সেপ্টেম্বরের পরিবর্তে ৩০ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহ।
তিনি জানান, গত মঙ্গলবার প্রেসে প্রশ্নপত্র ছাপা শেষ হওয়ার পর প্রেস কর্মচারী শাহানশাহ তার আন্ডারওয়ারের ভেতরে একটি প্রশ্নপত্র রেখে পালানোর চেষ্টা করলে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে ধরা পড়ে। পরে গুলশান থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। এব্যাপারে মামলা হয়েছে। এ ঘটনায় আর কারা জড়িত তা খতিয়ে দেখছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। আরও জানান, স্বাস্থ্য অধিদপ্তরের প্রেসে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর সময় বাইরের লোকজনকে বাঁধাই ও অন্যান্য কাজের জন্য দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত করেন প্রেস ম্যানেজার। কাজ শেষে প্রেস থেকে বের হওয়ার সময় সবার দেহ তল্লাশি করা হয়। শাহানশাহকেও অন্যদের মতো দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত করা হয়েছিলো।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24