মেডিকেলে ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর
মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। সোমবার এ তথ্য জানায় জনস্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা।
এর আগে, গত রোববার অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার মাধ্যমেই মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।
গত ১২ আগস্ট স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ভর্তি-প্রক্রিয়া নীতিমালা প্রণয়ন সম্পর্কিত সভায় সরকার মেডিকেল ও ডেন্টাল কলেজে জিপিএর ভিত্তিতে ভর্তির ঘোষণা দেয়। এ সিদ্ধান্তের পরই এর প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারা দেশে আন্দোলনে নামেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মাসব্যপী প্রতিবাদের প্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিলো। তবে আগামী বছর থেকে জিপিএ-এর ভিত্তিতেই ভর্তি প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানায় রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি।