মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


এডু ডেইলি ২৪ প্রকাশ: নভেম্বর ২৫, ২০১২, ১:৫৪ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন / ১৮
মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের (www.dghs.gov.bd) মাধ্যমেও ফল জানতে পারবে শিক্ষার্থীরা।
শুক্রবার সারাদেশে ২৩টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিয়েছে ৫৮ হাজার ৭২৩ জন শিক্ষার্থী। এবার সারা দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আট হাজার ৪৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

Rate this post