মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
আজ (শুক্রবার) সারাদেশের ২২টি কেন্দ্রে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয়েছে ১১টায়।
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৬ অক্টোবর।
দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন অাছে ৮,৪৯৩টি। এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২,৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪,২৪৫টি আসন আছে। এছাড়া ৯টি পাবলিক ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ‘ডেন্টাল’ ইউনিটে আসন আছে ৫৬৭টি।
এবারই প্রথম পটুয়াখালী, জামালপুর, টাংগাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ ও রাঙ্গামাটির নতুন ছয়টিসহ সরকারি ২৯টি মেডিকেলে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এছাড়া সেনাবাহিনী পরিচালিত নতুন পাঁচটি বেসরকারি মেডিকেল কলেজসহ (রংপুর, বগুড়া, কুমিল্লা, চট্টগ্রাম ও যশোর) মোট ৫৪টি বেসরকারি মেডিকেলে ভর্তিচ্ছুদের সুযোগ থাকছে।
এবারই প্রথম ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০ করা হয়েছে। আগে পাস নম্বর ছিল ২০।