মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ২৩ জন
২০১৫-১৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে এবার রেকর্ড সংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে। আবেদনের শেষ দিন অর্থাৎ ১ সেপ্টেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত মোট ৮৪,৭৮৪ জন শিক্ষার্থী আবেদন করে।
এবার সরকারি মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ২৩ জন (প্রায়) প্রতিদ্বন্দ্বিতা করবেন।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, মোট ২৪টি সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের মোট আসন সংখ্যা ৩,৭৪৪টি।
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পেতে ক্লিক করুন-
http://dghs.teletalk.com.bd/mbbs/index.php
স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে ১১টায়।
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন :
১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পদার্থবিজ্ঞান – ২০, রসায়ন – ২৫, জীববিজ্ঞান – ৩০, ইংরেজি – ১৫ এবং সাধারণ জ্ঞান-এ ১০ নম্বর থাকবে।
কোথায় কত জন অাবেদন করেছে :
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, আবেদন প্রক্রিয়ায় অংশ নেওয়া মোট ৮৪,৭৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ৭টি সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রতিটিতে ৬,০০০ জন আবেদন করেছে। এগুলো হলো- ঢাকা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড, ঢাকা); শহীদ সোহরোওয়ার্দী মেডিকেল কলেজ (শেরে বাংলা নগর, ঢাকা); ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী মেডিকেল কলেজ; এবং ঢাকা ডেন্টাল কলেজ (মিরপুর)।
এছাড়া অন্যান্য সরকারি মেডিকেল কলেজের মধ্যে সিলেটে ৫ হাজার ২০৭, বরিশালে ৩ হাজার ৫৪, রংপুরে ৫ হাজার ৬৬৮, কুমিল্লায় ৫ হাজার, খুলনায় ৩ হাজার ৬৩২, বগুড়ায় ৪ হাজার ১৫৯, ফরিদপুরে ১ হাজার ৫৪৩, দিনাজপুরে ১ হাজার ৫০৫, পাবনায় ১ হাজার ৯৭৪, নোয়াখালীতে ২ হাজার ৭৮৩, কক্সবাজারে ১ হাজার ৭৩০, যশোরে ১ হাজার ৯৪৫, সাতক্ষীরায় ২৮১, কিশোরগঞ্জে ২ হাজার ৬৯৯, কুষ্টিয়ায় ১ হাজার ২৪৭ ও গোপালগঞ্জ মেডিকেলে ৩৫৫ জন আবেদন করেছে।
আসন সংখ্যা :
২৯টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৩,১৬২ জন।
৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ৫,৩২৫টি।
৯টি সরকারি ডেন্টাল কলেজে আসন আছে ৫৩২টি।
২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে আসন সংখ্যা ১,২৮০টি।
সর্বশেষ আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫