মেডিকেল ও ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে, মেডিকেল ও ডেন্টালের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ এগিয়ে ১৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে, ভর্তি পরীক্ষা ২ অক্টোবর হওয়ার কথা ছিল।
আবেদন করতে হবে অনলাইনে ১ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১.৫৯টার মধ্যে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলীর কোনো পরিবর্তন হয়নি। এসএসসি ও এইচএসসি-এ দুই পরীক্ষায় মোট ৮ জিপিএ থাকলে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে, সময় ১ ঘণ্টা। নির্বাচিত শিক্ষার্থীদের ১২৬টি মেডিকেল ও ডেন্টাল কলেজে (সরকারি-বেসরকারি) ভর্তি করা হবে।
আবেদন করতে কিংবা আবেদনের নিয়ম জানতে ক্লিক করুন : http://dghs.teletalk.com.bd/
ভর্তি বিজ্ঞপ্তি পেতে ক্লিক করুন : https://www.dropbox.com/s/qulv2f5u7ml8f04/medical-dental-admission-circular-2015-16.png?dl=0
আসন সংখ্যা :
২৯টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৩,১৬২ জন।
৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ৫,৩২৫টি।
৯টি সরকারি ডেন্টাল কলেজে আসন আছে ৫৩২টি।
২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে আসন সংখ্যা ১,২৮০টি।