মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল আজ (সোমবার) প্রকাশিত হয়েছে। মেধাতালিকায় সর্বশেষ নম্বর ৭০.৫।
স্বাস্থ্য অধিদফতর সূত্র জানানো হয়, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল পৌঁছে যাবে। এ ছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটেও (http://result.dghs.gov.bd) ফলাফল পাওয়া যাবে।
এ বছর ভর্তি পরীক্ষায় মোট ৮০,৮১৩ জন প্রার্থী অংশ নেয়, এর মধ্যে পাস করেছে ৪১,১৩২ জন। বর্তমানে সরকারি ৩১ মেডিকেল কলেজে আসনসংখ্যা ৩,৩১৮ এবং বেসরকারি কলেজের আসনসংখ্যা ৬,২৫০টি। ১৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২০১৭ পর্যন্ত সরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম চলবে। এর পর বেসরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (৬ অক্টোবর ২০১৭) সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
mbbs - medical results