মেডিকেল: পরীক্ষার মাধ্যমেই ভর্তি
অবশেষে আগের নিয়মেই মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা নেওয়া সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। আজ রবিবার রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে সরকার জিপিএ-এর ভিত্তিতে মেডিকেলে ভর্তির নির্দেশনা দেওয়ার পর এর বিরুদ্ধে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ । তিনি পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু করার নির্দেশনা চেয়ে এ আবেদন করেন।
গত ১২ আগস্ট স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে পরীক্ষাবিষয়ক নীতিনির্ধারণী সভায় ২০১২-১৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে সরকার তাদের সিদ্ধান্তে নমনীয় হয়। শিক্ষার্থীদের যৌক্তিক দাবীর প্রতি নীতিগত সমর্থন জানাতেই ভর্তি পরীক্ষা পদ্ধতি পনর্বহাল রাখা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট একটি সূত্র।