মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ পরীবর্তন করা হয়েছে। গতকাল (রবিবার) স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানায়, মেডিকেল ও ডেন্টালের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ এগিয়ে ১৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে, ভর্তি পরীক্ষা ২ অক্টোবর হওয়ার কথা ছিল।
ঈদুল আযহার ছুটির কারণে ভর্তি পরীক্ষা এগিয়ে আনা হয়েছে বলে জানা গেছে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলীর কোনো পরিবর্তন হয়নি। এসএসসি ও এইচএসসি-এ দুই পরীক্ষায় মোট ৮ জিপিএ থাকলে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে, সময় ১ ঘণ্টা। নির্বাচিত শিক্ষার্থীদের ১২৬টি মেডিকেল ও ডেন্টাল কলেজে (সরকারি-বেসরকারি) ভর্তি করা হবে।
২৯টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৩,১৬২ জন। ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ৫,৩২৫টি। ৯টি সরকারি ডেন্টাল কলেজে আসন আছে ৫৩২টি। ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে আসন সংখ্যা ১,২৮০টি।