মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ > পাশের হার ৩৫.৩৪ শতাংশ

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ [Medical admission result 2023] প্রকাশিত হয়েছে। ১২ মার্চ ২০২৩ তারিখ (রবিবার) দুপুরের পর স্বাস্থ্য অধিদপ্তরের ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটে (http://result.dghs.gov.bd) সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে MBBS ভর্তি পরীক্ষার এই রেজাল্ট প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় পাশের হার ৩৫.৩৪ শতাংশ। উল্লেখ্য, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা দেশের ১৯ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ১০ মার্চ ২০২৩ তারিখ সকাল ১০-১১টায়। ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি। এবার এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছেন ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন। এই হিসেবে এবার সরকারি মেডিকেলে আসনপ্রতি ৩২ জনের বেশি শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতা হবে। গত বছর (২০২২) এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন মেডিকেল ভর্তি পরীক্ষা বসেছিলেন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিল ৩৩ জন।
সরকারি ও বেসরকারি ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি।
এক নজরে :
মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষা ২০২৩
শিক্ষা প্রতিষ্ঠান : | সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ / ইউনিট |
শিক্ষাবর্ষ : | ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ |
যোগ্যতা : | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ ৯ (পার্বত্য অঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে ৮) |
আবেদন : | ১২/২/২০২৩ থেকে ২৩/২/২০২৩ |
পাস নম্বর : | ৪০ |
ভর্তি পরীক্ষা | ১০ মার্চ ২০২৩ সকাল ১০টা |
ফলাফল প্রকাশ | ১২ মার্চ ২০২৩ |
প্রবেশপত্র ডাউনলোড | ৬ ও ৭ মার্চ ২০২৩ |
আবেদনের লিংক : | http://dgme.teletalk.com.bd |
ওয়েবসাইট | https://dgme.portal.gov.bd ও https://dghs.gov.bd |
রেজাল্ট লিংক | http://result.dghs.gov.bd/mbbs |
- মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম স্থান অধিকারী : রাফসান জামান
মার্ক : ৯৪.২৫! - পাশ করেছেন- ৪৯,১৯৪ জন
পাশের হার- ৩৫.৩৪%
ছেলে- ২০,৮১৩ জন (৪২.৩১%)
মেয়ে- ২৮,৩৮১ জন (৫৭.৬৯%)
সরকারি মেডিকেলে ভর্তি হতে পারবে
ছেলে ১৯৫৭ জন এবং মেয়ে ২৩৯৩ জন।
অভিনন্দন সকলকে।
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ – মার্কস, স্কোর, মেরিট লিস্ট
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ ফলাফল ১২ মার্চ ২০২৩ তারিখ (রবিবার) প্রকাশ করা হবে। মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ [মার্কস, স্কোর, মেরিট লিস্ট] পাওয়া যাবে http://result.dghs.gov.bd/mbbs অথবা ওয়েবসাইটে।
মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

সর্বশেষ সংবাদ
- নোবেল পুরস্কার ২০২৩ তালিকা – Nobel prize 2023 list
- কুড়িগ্রামে কবি রাধাপদ সরকার হামলার শিকার, কে এই ব্যক্তি, তার সর্বশেষ অবস্থা কি
- সুখবর, স্কুল-কলেজের এমপিও শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতন চেক ছাড়
- ক্যাডেট কলেজ ভর্তি গাইড ২০২৪ [আইডিয়াল, প্রিজম, ঝলক প্রকাশনীর বইয়ের দাম]
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩ PDF | গুরুত্বপূর্ণ টপিকস