২০২১-২০২২ শিক্ষাবর্ষে মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে মেরিন একাডেমিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌ-পরিবহন অধিদপ্তর (dos.gov.bd)। বাংলাদেশ মেরিন একাডেমি (চট্টগ্রাম) সহ সরকারি-বেসরকারকারি মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে (মোট ১১টি) ভর্তির মাধ্যমে নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং ক্যাডেট হিসেবে যোগ দেয়া যাবে।
মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি যোগ্যতা : এইচএসসি (বিজ্ঞান) পাশ সর্বোচ্চ ২১ বছর বয়সী পুরুষ ও নারী (উভয় ক্ষেত্রেই অবিবাহিত) প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সনদ : মনোনীত ক্যাডেটরা ২ বছর প্রশিক্ষণ শেষে প্রি-সি নটিক্যাল সায়েন্স অথবা প্রি-সি মেরিন ইঞ্জিনিয়ারিং সনদ পাবেন।
আবেদনের শেষ তারিখ : আবেদন করতে হবে অনলাইনে (dos.gov.bd) ৫ মার্চ ২০২১ তারিখের মধ্যে।
মেরিন একাডেমিতে ভর্তি ২০২১ :
