পোস্ট-গ্র্যাজুয়েট পর্যায়ে পড়াশোনার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের ‘ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস’ (এফসিও) পরিচালিত ‘চেভেনিং স্কলারশিপ’-এর জন্য আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০। আইইএলটিএস স্কোর থাকতে হবে অন্তত ৭.০। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ভিসা খরচ, বিমান খরচ, একাডেমিক ফি, মাসিক ভাতা (থাকা-খাওয়ার জন্য), ভ্রমণ ভাতা এবং গবেষণা ভাতা পাবে। আবেদন করতে হবে ২৩ জানুয়ারি ২০১২ তারিখের মধ্যে। আবেদন করা যাবে অনলাইনেও। বিস্তারিত জানা যাবে এ লিংকে www.britishcouncil.org/bangladesh-education-scholarships-chevening.htm
সূত্র: কালের কন্ঠ । সিলেবাসে নেই । ২৮-১২-২০১১
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24