যুক্তরাজ্যের শিক্ষা প্রদর্শনী ২৮ ফেব্রুয়ারি থেকে


এডু ডেইলি ২৪ প্রকাশ: ফেব্রুয়ারি ২৩, ২০১৩, ১:৩৮ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৩ অপরাহ্ন / ৪৮
যুক্তরাজ্যের শিক্ষা প্রদর্শনী ২৮ ফেব্রুয়ারি থেকে

২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘এডুকেশন ইউকে এক্সিবিশন ২০১৩’। যুক্তরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে এ প্রদর্শনীর আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। প্রদর্শনীর ১ম পর্ব (তিন দিনব্যাপী) অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার রূপসী বাংলা হোটেলে এবং ২য় পর্ব হবে ৩ মার্চ চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে। ব্রিটিশ কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় যুক্তরাজ্যের ৫২টি ও চট্টগ্রামে ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেবে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে শিক্ষার্থীরা যুক্তরাজ্যের ভর্তি ও পড়াশোনার দরকারি তথ্য জানতে পারবেন।
প্রদর্শনীতে অংশ নিতে আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে বলা হয়। http://bd.edukexhibitions.org/exhibitions.php ওয়েবসাইট থেকে নিবন্ধন করা যাবে। এবারের প্রদর্শনীর প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

Rate this post