পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ সালের পরীক্ষায় কৃতিত্বের জন্য মাধ্যমিকের (জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন-জিসিএসই) ৬০ জন এবং উচ্চ মাধ্যমিকের (জেনারেল সার্টিফিকেট অব এডুকেশন-জিসিই) ৪৬ জন ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। গত ২১ জানুয়ারি লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে পুরস্কার প্রদানের আয়োজন করা হয়। প্রসঙ্গত, বাংলাদেশি ক্যারিকুলাম অনুসরন করে পাবলিক পরীক্ষাগুলোতে বিদেশে অবস্থানরত প্রবাসী শিক্ষার্থীদের অনেকেই অংশ নেয়। যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভুত শিক্ষার্থীদের ২০০৬ সাল থেকে পুরস্কার দিয়ে আসছে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24