যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩ (৩ পদের এমসিকিউ পরীক্ষার রেজাল্ট) প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ৫৫২ জন চাকরি প্রার্থী। এর মধ্যে, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে উত্তীর্ণ হয়েছেন ৫,২৯৪ জন, ক্যাশিয়ার পদে ৮,১৭৬ জন ও গাড়িচালক পদে ৮২ জন MCQ পরীক্ষায় পাস করেছেন।
Advertisement
Advertisement
উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষার তারিখ যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট ও প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
Advertisement
Advertisement
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২২ (শুক্রবার) সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ক্যাশিয়ার ও গাড়িচালক পদে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Advertisement
- যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল (DYD job exam result 2022) দেখা যাবে এ লিংকে : http://www.dyd.gov.bd/sites/default/files/files/dyd.portal.gov.bd/notices/a735fa32_9ca9_4a78_ac4e_a9e130be35bc/2023-01-02-18-44-df1cc50f0db5702cae15df7b0eacca87.pdf