শিক্ষা বার্তা

রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস সূচি ও নির্দেশনা ২০২২

পবিত্র রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস সূচি ও নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাইমারি স্কুলের ক্লাস শুরু হবে সকাল ৯.৩০টায়, আর চলবে বেলা ৩টা পর্যন্ত। এর মধ্যে ৩০ মিনিট নামাজ পড়ার বিরতি পাবেন শিক্ষকরা।

২৪ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন) মনিষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সরাসরি শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু থাকবে। শুধুমাত্র রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি শ্রেণিপাঠদান পরিচালনার জন্য নিম্নোক্ত নির্দেশনাসমূহ পালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশনায় বলা হয়, পবিত্র রমজান মাসে বিদ্যালয়ে সরাসরি শ্রেণি পাঠদান সকাল ৯:৩০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত রুটিন ও পাঠ পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক উল্লেখিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত ক্লাসসমূহ বিন্যস্ত করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন।

পবিত্র রমজান মাসে বিন্যস্ত রুটিনে নামাজের জন্য ৩০ মিনিট বিরতি থাকবে। প্রধানশিক্ষকগণ প্রস্তুতকৃত রুটিনটি সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করবেন।

২০ রমজান (২২ মার্চ ২০২২) পর্যন্ত প্রাথমিকের ক্লাস কার্যক্রম চালু রাখতে পরিপত্র জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

উপসচিব মোহাম্মদ কামাল হোসেন সাক্ষরিত পরিপত্রে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে আগামী ২০ রমজান পর্যন্ত প্রাথমিকে শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখা হবে।

Rate this post

Related Articles

3 Comments

  1. আমার মেন হয় শিক্ষকরা রোজা নিয়ে ঠিক মত ক্লাস করাতে পারবে না যদিও পারে ৯ থেকে ১২ পযন্ত করলে ভালো হতো

  2. আমাদের খুব অভাবের সংসার আমি খুব কষ্ট করে পড়া লেখা করি সরকার যদি আমাকে একটু সহায়তা করতো
    তাহলে আমি অনেক খুশি হতাম

  3. আমাদের খুব অভাবের সংসার আমি খুব কষ্ট করে পড়া লেখা করি সরকার যদি আমাকে একটু সহায়তা করতো
    তাহলে আমি অনেক খুশি হতাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page