রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়


এডু ডেইলি ২৪ প্রকাশ: নভেম্বর ৯, ২০১৫, ৮:৫৩ অপরাহ্ন / আপডেট: জুন ১৯, ২০২৩, ২:৫১ পূর্বাহ্ন /
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়

আজ (সোমবার) থেকে রাঙামাটির তবলছড়িতে অস্থায়ী ক্যাম্পাসে (শাহ উচ্চ বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ব্যবস্থাপনা বিভাগের প্রথম ব্যাচের ৭৫ জন শিক্ষার্থী নিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিস্থাপন করেন। এর পর ২০১৪-১৫ শিক্ষাবর্ষে দুটি বিভাগে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু আঞ্চলিক সমস্যার কারণে এতো দিন ক্লাস শুরু করা যায়নি। সবশেষ, আজ (৯ নভেম্বর ২০১৫) থেকে ক্লাস শুরু হলো।

Rate this post