রাজধানীর বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালা চূড়ান্ত


এডু ডেইলি ২৪ প্রকাশ: নভেম্বর ২০, ২০১৩, ২:১৮ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৮ অপরাহ্ন / ১৬
রাজধানীর বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালা চূড়ান্ত

রাজধানীর বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির নীতিমালা (২০১৩) চূড়ান্ত করা হয়েছে। এ নীতিমালায় বলা হয়েছে, সম্পূর্ণ এমপিওভুক্ত স্কুলে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা। আংশিক এমপিওভুক্ত স্কুলের বাংলা মাধ্যমে ভর্তি ফি ৮,০০০ টাকা এবং ইংরেজি মাধ্যমে ১০,০০০ টাকা। নির্ধারিত এই ফি’র চেয়ে বেশি টাকা নিলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এ নীতিমালা চূড়ান্ত করা হয়। এই নীতিমালা শিগগিরই প্রকাশ করা হবে বলে জানা গেছে।
উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও এই নীতিমালা প্রযোজ্য হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Rate this post